নিউজ ডেক্সঃ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে মণিরামপুর প্রেসক্লাবের এক জরুরী সাধারন সভায় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকগন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি’র সাথে সাংবাদিকদের যে ভুল-বোঝাবুঝি হয়েছিলো সর্বসম্মতিক্রমে তার অবসান ঘটিয়ে নিউজ বয়কটের সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেন। ফলে মাননীয় মন্ত্রীর সাথে সাংবাদিকদের দীর্ঘদিনের যে ভুল-বোঝাবুঝি ছিলো এ ধরনের সিদ্ধান্তের প্রেক্ষিতে তার অবসান ঘটেছে। প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খান আজম, সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, সাবেক সভাপতি এস.এম মজনুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শাহিনুর রহমান পান্না, প্রেসক্লাবের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি জি.এম ফারুক আলম, সাংগাঠনিক সম্পাদক এস.এম সিদ্দিক, নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, সাবেক নির্বাহী সদস্য উৎপল বিশ্বাস, সদস্য জয়নুল আবেদীন প্রমুখ। সভার শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্ত্তী বাচ্চু মতবিনিময় করেন এবং সৌহর্দপূর্ণ পরিবেশে চা-চক্রে মিলিত হন। এ সময় তিনি প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।