প্রতিবেদন সাদমানঃ
ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে ভাইরাল হলেন রিফু, তাকে সবাই ভালোবেসে বলেন রিফু ভাই। তার জম্মস্থান মগবাজার ঢাকা,গ্রামের বাড়ি মাদারীপুর ,বর্তমানে তিনি ঢাকা সাভারে বসবাস করেন। তার বর্তমান বয়স ২৫। তারা তিন ভাই -বোন, তিনি পরিবারের বড় ছেলে, তিনি হাবীবুল্লা বাহার বিশ্ববিদ্যালয়ে থেকে বিবিএ ৩য় বর্ষ পড়াশোনা করছেন।
রিফু ভাই পেইজ থেকে বিভিন্ন ইমোশনাল কন্টেন্ট তৈরি করে সোশাল মিডিয়াতে ভাইরাল তিনি। ইতিমধ্যেই ফেসবুক ইউটিউব তার ভিডিও গুলো ভাইরাল।
তিনি এবার হাওরে বন্যাতে গরীব অসহায় মানুষের পাশে
দাঁড়িয়েছেন, তিনি ভিডিও পাশাপাশি অসহায় মানুষের পাশেও কাজ করেন। তারা ভালো কাজের প্রসংশা করছেন তার এলাকাবাসী ,
বাংলাদেশ সময়২৪ এর রিপোর্টর সাদমান তার জীবন লক্ষ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন…… মানুষ চেনা. নতুন নতুন মানুষের জীবন কাহিনী জানা,কেননা তিনি মানুষের জীবনের ঘটে যাওয়া কাহিনি থেকে কন্টেন্ট তৈরি করেন, তিনি আরো বলেন আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো গরীব দুঃখীদের সাহায্য করা , তিনি বলেন তাদের সাহায্য করলে আমার অত্যা শান্তি হয়।তিনি আরো বলেন যে টাকার জন্য যাতে ভালোবাসার মানুষটাকে হাড়াতে না হয়। এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিছুই নাই প্রয়োজন যতদিন,প্রিয়জন ততদিন।
রিফু ভাই