বিশেষ প্রতিনিধি।
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন, একটি জনবহুল ইউনিয়ন এই ইউনিয়নের বটতলা বাজার থেকে পাচআনী নদীর ঘাট পর্যন্ত রাস্তা টি দীর্ঘদিন যাবৎ মেরামত না হওয়ায় জনগন ও স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ছাএ ছাএীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে , রাস্তা টি সংস্কারে ও নেয়া হচ্ছে না কোন উদ্যোগ,
রাস্তা টির পাশে রয়েছে তাহেরপুর হাজী লাল মিয়া উচচ বিদ্যালয় ও তাহের পুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসা এবং বটতলা বাজার ও পাচআনী বাজার সাধারন সথানীয় জনগন নিত্য দিনের বাজার করতে ও ব্যবহার করতে হচ্ছে এই প্রধান সড়কটি,
কিছুদিন পুর্বে শম্ভু পুরা রাস্তা টি এক ঠিকাদারের সংস্কারে ও ব্যাপক অনিয়ম ও দূর্নীতীর কারনে বন্ধ থাকে সংস্কারের কাজ।
এমতাবসথায় এলাকার,- এলাকার মঙ্গলের গাও,বড় কোরবান পুর,ছোট কোরবান পুর,কান্দাপারা,শান্তি নগর, চরগোয়ালদী,শহীদ নগর পাচআনী সহ কয়েক হাজার মানুষ চলাচলের প্রধান সড়কটি সংস্কারের জন্য সথানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টীর প্রেসিডিয়াম সদস্য,লিয়াকত হোসেন খোকা ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সু দৃষ্টি কামনা করেন তিনি এবং রাস্তা টি সংস্কার করে, সথানীয় জনগন ও পিরোজপুর ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের দুর্ভোগ লাগবে ভুমিকা রাখার জন্য আবেদন করেন।
বিশেষ প্রতিনিধি।
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন, একটি জনবহুল ইউনিয়ন এই ইউনিয়নের বটতলা বাজার থেকে পাচআনী নদীর ঘাট পর্যন্ত রাস্তা টি দীর্ঘদিন যাবৎ মেরামত না হওয়ায় জনগন ও স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ছাএ ছাএীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে , রাস্তা টি সংস্কারে ও নেয়া হচ্ছে না কোন উদ্যোগ,
রাস্তা টির পাশে রয়েছে তাহেরপুর হাজী লাল মিয়া উচচ বিদ্যালয় ও তাহের পুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসা এবং বটতলা বাজার ও পাচআনী বাজার সাধারন সথানীয় জনগন নিত্য দিনের বাজার করতে ও ব্যবহার করতে হচ্ছে এই প্রধান সড়কটি,
কিছুদিন পুর্বে শম্ভু পুরা রাস্তা টি এক ঠিকাদারের সংস্কারে ও ব্যাপক অনিয়ম ও দূর্নীতীর কারনে বন্ধ থাকে সংস্কারের কাজ।
এমতাবসথায় এলাকার,- এলাকার মঙ্গলের গাও,বড় কোরবান পুর,ছোট কোরবান পুর,কান্দাপারা,শান্তি নগর, চরগোয়ালদী,শহীদ নগর পাচআনী সহ কয়েক হাজার মানুষ চলাচলের প্রধান সড়কটি সংস্কারের জন্য সথানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টীর প্রেসিডিয়াম সদস্য,লিয়াকত হোসেন খোকা ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সু দৃষ্টি কামনা করেন তিনি এবং রাস্তা টি সংস্কার করে, সথানীয় জনগন ও পিরোজপুর ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের দুর্ভোগ লাগবে ভুমিকা রাখার জন্য আবেদন করেন।