বরিশাল জেলা সংবাদদাতাঃ
কাজী সোহান
বরিশাল মুলাদি উপজের আড়িয়াল খা নদী থেকে হাত পা বাধা এক যুবকের ৩৫ মরদেহ উদ্ধার করেছে পুলিশ
১৩ অক্টোবর সন্ধা নদীর সাহেবের চর এলাকা থেকে বাসমান অবস্থা মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক পদীপ কুমার
তিনি জানান আড়য়াল খা নদের পারে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন সাহেবের চর এলাকায় সন্ধা সাড়ে ৬ টার দিকে নৌকার মাঝিরা ভাসমান অবস্থায় একটি মরদেহটি দেখতে পায় পরে খবর পেয়ে তারা মরদেহটি উদ্ধার করে
পরিদর্শক জানান অন্ত ২৪ ঘন্টা আগে ওই যুবকের মৃত্যু হয়েছে তাঁর পরনে ছাপা চেক শাট ও কালো প্যান্ট রয়েছে হাত ও পায়ে ইট বাধা ছিলো পরিদশক পদীপ কুমার বলেন এটা একটি হত্যাকানডো তাই ইউনিটকে খবর দেওয়া হয়েছে তাঁরা এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন
যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করবেন