সোহাগ মিয়া, হবিগন্জ প্রতিনিধিঃ জাকজমক পূর্ণ পরিবেশে বনশিল্প উন্নয়ন করপোরেশন (বশিউক) শাহজিবাজার রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ২০২২ এর নির্বাচন অনুষ্টিত হয়েছে। নির্বাচনে আল-আমিন + আক্তার পরিষদ জয় লাভ করেন।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্টিত হয়। নির্বাচেন ২শ ২৩ জন ভোটারের মধ্যে ২শ ১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহণ করেন।
বশিউক শাহজিবাজার রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ-১৭৪০ আল-আমিন+আক্তার পরিষদ ও বাহার+ফারুক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১শ ২৭ ভোট পেয়ে আল-আমিন+আক্তার পরিষদ জয় লাভ করেন। ৯২ ভোট পেয়ে দ্বিতীয় হয় বাহার+ফারুক পরিষদ।
নবনির্বাচিত সভাপতি আল-আমিন জানান, নির্বাচিত কমিটি শ্রমিকদের ভাগ্য উন্নয়ন, নতুন বাগান সৃজন ও ন্যায্য পাওনাদী আদায়ে শ্রমিকদের পাশে থেকে কাজ করবেন। তিনি প্যানেলের সকল সদস্য ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।