সোহাগ মিয়া, (মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধিঃ
জনস্বার্থে সাংবাদিকতা ও সাংবাদিকতা নিরাপত্তা এই স্লোগানকে সামনে রেখে “বাংলাদেশ প্রেসক্লাব” মাধবপুর উপজেলা শাখার সম্মেলন ২০২২ খ্রি.অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮অক্টোবর) বিকেলে উপজেলা জাতীয় পার্টির মিলায়াতনে বাংলাদেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব শাহ মোহাম্মদ মুসলিম কে প্রধান উদ্বোধক করে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়। বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার সভাপতি এস এম শামীম আহমেদ এর সভাপতিত্বে এবং আনোয়ার হোসেন বেলালের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব শেখ আব্দুল কাদির কাজল, বিশেষ অতিথি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ হান্নান, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক তালুকদার দুলাল, আব্দুল হান্নান, নিজামুল ইসলাম জুয়েল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল কাদির কাজল বলেন, নিজেকে একজন নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সত্যিকারের কলম যোদ্ধা হিসেবে গড়ে তুলতে হবে। নতুবা কোন সাংবাদিক দেশ ও জাতির জন্য ভালো কিছু উপহার দিতে পারবে না। এবং প্রত্যেক সাংবাদিককে তার সততা ও নৈতিক আদর্শকে যেন বিসর্জন দিতে না হয় সে দিকে লক্ষ্য রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এফআইআর টিভি অনলাইনের প্রকাশক ও সম্পাদক এম এ কাদের। এবং বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার সম্মেলনে আমন্ত্রিত অন্যান্য অতিথি বৃন্দরা।