শাহিনুর রহমান (মনিরামপুর) রাজগঞ্জ প্রতিনিধি।। গত মঙ্গলবার ২৪ আগষ্ট বাগআচঁড়া তদন্ত কেন্দ্রে কর্মরত এএসআই মোঃ আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ তদন্ত কেন্দ্র এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে আনুমানিক সকাল ৭ টার দিকে উপজেলা শার্শা রাড়ীপুকুর নিকটে রাড়ীপুকুর টু মহিষাগামী রোডের জনৈক মোঃ আবু বক্কার সিদ্দিকের বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর একটি মোটরসাইকেল গতিরোধ করে এ সময় তারা কৌশালে মোটরসাইকেল ফেলে দৌঁড়াইয়ে পালাইয়া যায়। বিষয়টি বাগআচঁড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জকে অবগত করিলে, তাঁর নির্দেশে এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফেলে যাওয়া মোটরসাইকেল ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ।এবং তদন্ত কালে ফেলে যাওয়া মাদক ব্যবসায়ীদের নাম বেরিয়ে আসে ,তারা হলেন মনিরুল ইসলাম (গনি)(৩২)পিতা- ওয়াজেদ আলী (২) মনিরুজ্জামান ( মনি )(৩৫), পিতা-ইউনূস আলী, । পলাতক ব্যাক্তিদের উভয়ের বাড়ি রাড়ীপুকুর, থানা- শার্শা, জেলা-যশোর।পুলিশ সূত্রে জানা যায় আসামীরা দীর্ঘদিন যাবত চোরাচালানীর মাধ্যমে যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ ব্যবসা করে আসছিল। এ দুই পলাতক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।