সোহাগ মিয়া, হবিগন্জ প্রতিনিধিঃ
২৮ জুন,২০২২(মঙ্গলবার) মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
পঃপঃ পরিদর্শক রাজিব মাহবুব সাহেবের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন- ৩ নং ওয়ার্ডের জননন্দিত মেম্বার ও প্যানেল চেয়ারম্যান জনাব, তাজুল ইসলাম মহালদার সাহেব।
সভায় বক্তব্য রাখেন- ৯ নং ওয়ার্ড মেম্বার জনাব, নিজাম আহমেদ সাহেব, সংরক্ষিত ওয়ার্ডে মেম্বার জনাব, জোৎস্না আক্তার ও জনাব, রেহানা বেগম, শিক্ষক প্রতিনিধি জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব, সিনিয়র স্বাস্থ্য সহকারী জনাব, মোঃ আব্দুল আহাদ সাহেব, বীর মুক্তিযোদ্ধা সন্তান জনাব, সাইফুল ইসলাম, পঃকঃ পরিদর্শিকা জনাব, কামরুন নাসরিন ডলি।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন CHCP শারমিন সুলতানা, FWA রেহানা ইয়াসমিন ও রাশিদা খানম।
সভায় FWC তে স্বাভাবিক প্রসব বৃদ্ধি, পরিবার পরিকল্পনা সেবা, FWCতে মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে আলোচনা করা হয়।