ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
মুজিব বর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে গোটা বাংলাদেশে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য ১৫ হাজার “বীর নিবাস” নির্মিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে ১২ টি “বীর নিবাসের” নির্মান কাজ শুরু হয়েছে।
৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল এমপি উপজেলার আমজানখোর ইউনিয়নের বোগলাবাড়ী নামক স্থানে অসচ্ছল মুক্তিদ্ধোদের জন্য “বীর নিবাস” নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে যারা নিজের জীবন বাজি রেখে দেশ ও দেশের মানুষের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন তারই ধারাবাহিকতায় অসচ্ছল মুক্তিযোদ্ধোদের আবাসনের জন্য এই ঘর নির্মান। তিনি আরও বলেন, আপাতত বালিয়াডাঙ্গী উপজেলায় ১২ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য ১২ টি ঘর নির্মান করা হচ্ছে পর্যায়ে ক্রমে সকল মুক্তিযোদ্ধারা ঘর পাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজন,উপজেলা ত্রাণ কর্মকর্তা সাইদুর রহমান,৭ নং আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকালু ডংগা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাজিব উদ্দিন কাল্ঠু, ইউপি সদস্য,মহিলা ইউপি সদস্য সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।w