হবিগন্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারের মৃত্যুের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার ৩০ জুলাই,ভোর ৫টার দিকে সিলেট মহাসড়কের বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে সিলেটগামী রড বোঝাই টাটা পরিবহণ (ঢাকা মেট্রো -উ-১৪-২৩৬৪) এর চাকা পরিবর্ত করতেছিল। এমতাবস্থায়, পেছনদিক থেকে অপর একটি টাটা গাড়ী সামনের গাড়ীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সামনের লিটন (৪৫) ও পেছনে ধাক্কা দেওয়া অপর গাড়ীর হেলপার ঘটনাস্থলে মারা যান।
হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, নিহতদের উদ্ধার করলেও তাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।