কুমিল্লা প্রতিনিধি আব্দুল হান্নান ।। সারা দেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার সদর দক্ষিন উপজেলার বিজয়পুর শ্রী শ্রী জগন্নাথ হট্র সংঘ ইসকন পূজা মন্দির প্রাঙ্গনে হিন্দু ধর্ম্ বলিদের আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথী শুভ জন্মষ্ঠমী জপলক্ষে আলোচনা সভা ও প্রর্থ্না অনুষ্ঠান হয়।এ অনুষ্ঠানে মন্দিরের সভাপতি খোকন সাহার সভাপতিত্বে আলোচনা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। অন্য বক্তাদের ভিতর ছিলেন কুমিল্লা সদর দক্ষিন মডেল থানা ওসি দেবাশীষ চেীধুরী তিন তিন বার নির্বাচিত উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই (বাবলু ) সহ মন্দর কমিটির সাধারন সম্পাদক মানিক চন্দ্র পাল প্রমুখ।উক্ত অনুষ্ঠানে হিন্দু ধর্ম্ বলিদের দর্মীয় আলোচনা সকল মানব জাতীর কল্যানের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কাছে প্রার্থ্না করেন ।