মোঃখাইরুল বাসার,আশুলিয়া প্রতিনিধি
গরিবের বন্ধু হিসেবে খ্যাত ডাঃ জাহিদ হাসান খসরু স্যার।যার কাছে অসহায় ব্যক্তিরা আসলেই পেয়ে যায় বিনামূল্যে চিকিৎসা। শুধু তাই নয় এর সাথে মেডিসিন ও ফ্রি পেয়ে থাকেন।ডাঃ জাহিদ স্যার এশিয়ান হসপিটাল, ইউনিক বাস স্ট্যান্ড, আশুলিয়া এর ব্যাবস্থাপনা পরিচালক।যার কর্ম দক্ষতা ও কঠোর পরিশ্রম এবং সততা তাকে সমাজের সকলের কাছে পরিচিত করিয়েছে গরিবের বন্ধু হিসেবে।এ বিষয়ে স্যার বাংলাদেশ নিউজ ২৪.কম জানতে চাইলে,তিনি বলেন,আমি আশুলিয়ার মধ্যে কম মুল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর এবং তিনি ঘোষনা দেন, আমার হসপিটাল এ নরমাল ডেলিভারি মাত্র ৩হাজার টাকায় করাচ্ছি আর সকল কিছুতে সর্বোচ্চ মান ঠিক রাখতে চেস্টা করছি।