মোঃ বখতিয়ার উদ্দিন (হাটহাজারী প্রতিনিধি)
মৌসুমি বৃষ্টি কম হওয়াতে এবার ধান লাগানো নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রামের কৃষকরা। প্রতিবছর আষাঢ় মাসের বৃষ্টিতে জমি নরম হয়ে এলেই মাসের মাঝামাঝি সময়ে ধানের বীজ ফেলতে শুরু করে দেয় এই অঞ্চলের ধান চাষীরা। পরে সেই অঙ্কুর যখন জালায় (চারায়) পরিণত হয় তখন শ্রাবণ মাসের মাঝামাঝি সময় থেকে রোপন করতে শুরু করে। সময়ের পরিবর্তন আর প্রযুক্তির উন্নয়নে এখন খুব অল্প সময়েই তারা জমি চাষ দিয়ে ধান রোপন করতে সক্ষম হয়। অনেকে শ্রাবণ মাসের শুরুর দিক থেকেই ধান লাগানো শুরু করে দেয়৷ আগেকার দিনে চাষীরা দিন গড়িয়ে মাস পার করতে হতো গরুর হাল দিয়ে জমি চাষ দিতে। প্রযুক্তির ছোঁয়ায় তাঁদের সেই দিন বদালালেও নানান রকম সমস্যার কারণে তারা ধান চাষে লাভবান হতে পারছে না। তার উপর এই বছরের অনাবৃষ্টি অনেকটাই বেকায়দায় ফেলে দিয়েছে তাঁদের ধান লাগানোতে। জমি সেচ দিয়ে অনেকে কোনোরকম ধান লাগালেও পর্যাপ্ত পরিমাণ পানির অভাবে মারা যাচ্ছে চারাগাছ। অথবা লাগাতে না লাগাতেই ঘাসের প্রাবল্যতা। এই ঘাসের বাছাই, বীজ, সেচ, জমি চাষ, চারা বপন, সার, বিষ, কাটানো, মাড়াই ইত্যাদি…. সবমিলিয়ে যেই খরচ হচ্ছে বা হবে সেই পরিমাণ ধানের দাম পাবে কিনা সন্দিহান কৃষকরা।
অনেকে এখনো ধান লাগাতে পারেনি পর্যাপ্ত পরিমাণ পানির অভাবে। ধারণা করা হচ্ছে এই বছর ধান উৎপাদনে চট্টগ্রাম অন্যান্য বছরের তুলনায় পিছিয়ে থাকবে। দেশের আরো বিভিন্ন অঞ্চলেও একই সমস্যার প্রভাব পড়ার কারণে মৌসুম শেষে চড়া হতে পারে চালের বাজার।