নিউজ ডেক্সঃ
মণিরামপুরের পল্লীতে দুর্বৃত্তরা বিকাশ বিশ^াস (২৮) নামে এক চা বিক্রেতাকে পিটিয়ে হত্যা করেছে। গত শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বিকাশ ওই গ্রামের দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। পেশায় তিনি একজন চা বিক্রেতা। স্থানীয় মৎস্য খামারীর মালিক মহিরুল জানান, গত বুধবার বিকেলে তেঁতুলিয়া মোড়ে বিকাশের বড় ভাই মৎস্য ঘের ব্যবসায়ী রবিনের সাথে মাছের খাবার শেওলা বিকিকিনি নিয়ে দরাদরির সময় স্থানীয় আলমগীর নামে এক যুবকের সাথে বাকবিতন্ড হয়। এ সময় ঘটনাস্থলে এসে বিকাশ প্রতিবাদ করলে আলমগীরসহ এলাকার কয়েকজন দুর্বৃত্ত বাঁশ দিয়ে এলোপাতাড়িভাবে বিকাশকে মারপিট করে জখম করে। এরপর আশপাশের লোকজন আহত বিকাশকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করান। এতে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়। শনিবার রাতে নিজ দোকানে থাকা অবস্থায় আকষ্মিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন বিকাশ। এ সময় তার নাক-মুখ দিয়ে রক্ত উঠে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ শনিবার রাতেই ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামালা হয়েছে ।