নিউজ ডেক্সঃ
২অক্টোবর-২০২১, (শনিবার) বিকেলে মণিরামপুর পৌর শহরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অহিংস নীতির প্রবর্তক ভারতের মহাত্মা গান্ধীর জন্মদিনে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে একযোগে দিবসটি পালিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ এর সহযোগিতায় সহিংসতার বিরুদ্ধে জনগন(পেভ) প্রকল্পের পিস ফ্যাসিলিটেটর গ্রæপ(পিএিফজি) মণিরামপুর উপজেলা কমিটি ও স্থানীয় সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর উদ্যোগে দিবসটি পালন উপল্েয শনিবার বিকেল ৪টায় মণিরামপুর পৌর সভার সামনের মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পিএফজি মণিরামপুর উপজেলা কমিটির পিস এ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েলের সভাপতিত্বে এবং পিস এ্যাম্বাসেডর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানের পরিচালনায় এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুজন মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও পিএফজি মণিরামপুর উপজেলা কমিটির সমন্বয়কারী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, সুজন উপজেলা কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র দাস, সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মুজিবর রহমান,পিএফজি’র সদস্য অধ্যাপক এম. আলাউদ্দীন, অধ্যাপক বাবুল আকতার, প্রভাষক সঞ্জয় কুমার দে, প্রভাষক হাসিনা আকতার কাকলী, শিক্ষক অশোক কুমার বিশ^াস, পৌর কাউন্সিলর অনিমা মিত্র, আতিয়ার রহমান, শাহাজাহান,তাসনিম আহম্মেদ, আলামিন প্রমুখ।