নিউজ ডেক্সঃ মণিরামপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আরও ১৫টি নতুন ঘর নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা ভূমি অফিস ইতোমধ্যে এসব ঘর নির্মাণের লক্ষ্যে খাস জমি অন্বেষণ এবং উপযুক্ত জায়গা সিলেকশন করে লে-আউটের কাজ সম্পন্ন করেছেন। গত মঙ্গলবার(২৮ ডিসেম্বর) উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা গ্রামে দুইটি খাসজমি নির্ধারণ করে ৮টি গৃহ নির্মাণের লে-আউট সম্পন্ন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী। এ সময় ভূমি অফিসের কাননগো আকরামুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হরেকৃষ্ণ অধিকারী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রমের তৃতীয় ধাপে মণিরামপুরে আরও ১৫টি গৃহ নির্মাণের জন্য মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা গ্রামে জায়গা সিলেকশন করে সেখানে ৭টি ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। আর গত মঙ্গলবার উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা গ্রামে ২টি জায়গা সিলেকশন করে ৮টি ঘর নির্মাণের জন্য লে-আউট দেয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস গৃহ নির্মাণের কাজটি বাস্তবায়ন করছেন বলে তিনি জানান।