নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
মণিরামপুরের সদর ইউনিয়নের হাজরাকাঠি এলাকা থেকে রোববার দিবাগত রাতে জাকারিয়া নামের এক কৃষকের ৪টি গরু ও একটি ছাগল চুরি হয়েছে। কৃষক জাকারিয়া ওই গ্রামের শামছুর রহমানের ছেলে। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন কৃষক জাকারিয়া ও স্থানীয় ইউপি সদস্য মোঃ কুদ্দুস আলী।
কৃষক জাকারিয়া বলেন, তার ৪টি গরু ছিল। একটি ষাড় যার আনুমানিক মুল্য ১ লক্ষ ২০/২৫ হাজার টাকা, একটি বকনা-যার মুল্য ৭০/৮০ হাজার টাকা এবং একটি বাছুরসহ গাভী-যার মুল্য লক্ষাধিক টাকা। এছাড়া খাঁসি ছাগল-যার মুল্য ২০/২৫ হাজার টাকা। প্রতিদিনের ন্যায় রোববার রাত ১০ টার পর গরু ও ছাগলের প্রয়োজনীয় খাবার খেতে দিয়ে রাতে ঘুমাতে যায়। পরবর্তীতে রাত ২টার দিকে পুনরায় গোয়াল ঘরে গিয়ে গরু ও ছাগলগুলোকে খাবার ও পানি খেতে দিয়ে ঘরে ঘুমিয়ে পড়ি। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের দরজা খোলা। সেখানে কোন গরু ও বড় খাঁসি ছাগলটি নেই। চারিদিকে খোজ-খবর নিয়েও গরু গুলোর কোন সন্ধান পাওয়া যায়নি। তবে বাড়ীর পার্শ্ববর্তী মাঠে খাঁসি ছাগলটি জবাই করা অবস্থায় পাওয়া গেছে। ধারনা করা যায়, ছাগলটির ডাকাডাকিতে চোরদের নিতে অসুবিধা হওয়ায় জবাই করে ফেলে রেখে যায়।
স্থানীয়দরে সঙ্গে কথা বলে জানা গেছে সম্প্রতি গরু চোরদরে উপদ্রব বেড়েছে। গোয়ালঘরে তালা লাগিয়েও গরু রক্ষা করা যাচ্ছে না।
স্থানীয় ইউপি সদস্য মোঃ কুদ্দুস আলী বলেন, চুরির ঘটনা শুনে আমি সকালে তাদের বাড়িতে গিয়েছি এবং থানায় জানানোর কথা বলেছি।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নুর-ই-আলম সিদ্দীকি বলেন, আমি সারাদিন অফিসিয়াল কাজে বাইরে ছিলাম। অভিযোগ হয়েছে কিনা আমি খোজ নিয়ে দেখছি।