নিউজ ডেক্সঃ
বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে (২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর-২০২১) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর প্রথম দিন ২৮ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টায় প্রচার-প্রচারনার অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মণিরামপুর প্রেসকাবের সাংবাদিকদের উপস্থিতিতে এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ মৎস্য সপ্তাহের কর্মসূচি,গুরুত্ব,তাৎপর্য ও প্রচারাভিযান নিয়ে বক্তব্য রাখেন। মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ জানান, মৎস্য সপ্তাহের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি প্রচারনার অংশ হিসেবে মাইকিং, ব্যানার-ফেস্টুন প্রদর্শনসহ ব্যাপক প্রচারনার ব্যবস্থা করা হয়েছে। তিনি সপ্তাহ ব্যাপি কর্মসূচির একটি সংক্ষিপ্ত রূপরেখা সাংবাদিকদেরকে জানান।