নিউজ ডেক্সঃ“ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগন” এই শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে ১২ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপিত হয়েছে। মণিরামপুর উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন,বর্ণাঢ্য র্যালি,আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এম নজরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন,উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, পৌর প্যানেল মেয়র কামরুজ্জামান কামরুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনেরা।