মণিরামপুর প্রতিনিধি:
দেশব্যাপি ধারাবাহিক কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মণিরামপুরে উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের জুলুম-নির্যাতন, পুলিশের গুলিতে বিএনপি কর্মী নিহত, লোডশেডিং, জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধিতে এবং সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এই বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে পৌরশহরের চাউল বাজারে দলীয় কার্যালরে সামনে উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, জেলা আহবায়ক কমিটির সদস্য সচীব অ্যাড. সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।
উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু ও সদস্য ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ মুছা, মিজানুর রহমান, মুনির আহম্মেদ বাচ্চু, মারুফুল ইসলাম, জেলা বিএনপিনেতা আব্দুস সালাম, অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, পৌর আহবায়ক খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, জিএম মিজানুর রহমান, পৌর যুগ্ম আহবায়ক আব্দুল হাই, জেলা সেচ্চাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা,