নিউজ ডেক্সঃ মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যদায় উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে মণিরামপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মণিরামপুর পৌরসভা, পল্লী বিদ্যুৎ সমিতি, মণিরামপুর প্রেসকাবসহ বিভিন্ন সংগঠন ও দপ্তরের প থেকে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র অধ্য কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-ই আলম চৌধূরী, উপজেলা আওয়ামীলীগ নেতা এড. বশির আহম্মেদ খান, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ তন্ময় বিশ^াস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. আবুজার সিদ্দিকী, সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। এ ছাড়া মণিরামপুর সরকারি কলেজ, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।