নিউজ ডেক্সঃ
“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য অাত্নবিশ্বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মণিরামপুরে বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস-২০২১ উদযাপিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৮ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণের বঙ্গবন্ধু ম্যুরাল ও শহীদ মিনার চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ ছাড়া বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় অায়োজিত অালোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু ও মণিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী। অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি অাক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।