নিউজ ডেক্সঃ
মণিরামপুর উপজেলায় এবার ১০১টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা ও প্রতিটি দূর্গাপূজা মন্ডপ আয়োজক কমিটির প্রতিনিধিদের মাঝে সরকারি অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। গত শনিবার মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলশী দাস বসু সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু ও সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কুমার শীলের পরিচালনায় বক্তব্য রাখেন নবাগত ওসি নুর-ই আলম সিদ্দীকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুভ্রারানী দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গৌতম কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম আব্দুল্লাহ বায়েজিদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম (কারিগর) মোকসেদুল মবিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রণব কুমার সরকার, পৌর কাউন্সিলর বাবু লাল চৌধরী ও পূজা উদযাপন পরিষদের পৌর সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ। অনুষ্ঠান শেষে সরকারের বরাদ্দের অর্থ ১০১টি মন্ডপের অনুকূলে প্রত্যেক কমিটির সভাপতি ও সম্পাদকদের নিকট ১৬ হাজার ২শ’ টাকা হারে নগদ অর্থ প্রদান করেন।