ডেস্ক নিউজ ।। মনিরামপুর উপজেলার এক মাদক ব্যবসায়ীর হাতে রবিউল ইসলাম(৩১)এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।জানা যায় ২০শে আগস্ট আনুমানিক রাত ৮ টার দিকে রাজগঞ্জ বাজার উত্তর মাথায় বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে । আহত পুলিশ সদস্য মনিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ওই ঘটনায় তিনটি চাপাতী সহ রাবেয়া বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। সে মাদক ব্যবসায়ী লুৎফর রহমানের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় রাজগঞ্জ বাজারের মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে মৃত সাবান গাজীর ছেলে লুৎফর ও তার ছেলে ফয়সাল হোসেন দীর্ঘদিন ধরে গাজা ইয়াবা সহ মাদক ব্যবসা করে আসছে।তারপর বাড়ীর সামনে মুদি চায়ের দোকানে ব্যবসার আড়ালে অবাদে মাদকের কারবার করে।মাদক মামলায় বাপবেটা একাধিক বার জেল খেটেছে।উল্লেখ গত রাতে সহকারী উপপরিদর্শ্ক (এ এস আই)ইমরান হোসেন সহ কয়জন পুলিশ রাজগঞ্জ বাজারের উত্তর মাথায় লুৎফর রহমানের বাড়ীতে ছদ্দবেশে পুলিশ রবিউলর বাড়িতে ঢুকে , এ সময় হাতেনাতে মাদক সহ লুৎফর কে ধরে ফেলে ।এ সময় লুৎফর ও তার ছেলে সহ কয়জন মিলে রবিউলের কাছ থেকে লুৎফরকে ছিনিয়ে নেয় এবং রবিউলের মারটিট করে । টের পেলে অন্য সদস্যরা এগিয়ে গেলে লুৎফর ও তার ছেলে পালিয়ে যায়।তারা রবিউলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য যশোহর নেওয়া হয় পরে মনিরামপুর হাসপাতালে ভত্তি করা হয়। মাদক ব্যবসায়ী লুৎফর ও তার ছেলে পেশাদার মাদক ব্যবসায়ী।বহুবার জেলে গেছে, তাদের নামে মাদক আইনে মামলা রয়েছে । এ বিষয় মনিরামপুর থানা তদন্ত্র কর্ম্কর্তা শিকদার মতিয়ার রহমান বলেন সংবাদ পেয়ে এএসপি (সার্কেল) আশেক সুজা মামুন থানা ভারপ্রাপ্ত ওসি (সাবেক) রফিকুল ইসলাম সহ অতিরিক্ত পুলিশ ঘটনা স্থানে যান। এবং ওই বাড়ীতে অভিযান চালিয়ে তিনটি চাপাতি সহ লুৎফর রহমানের বউ রাবেয়া বেগমকে আটক করা হয়েছে , শিকদার মতিয়ার বলেন এ ঘটনায় পাচ সাত জনকে আসামী করে থানায় মামলা হয়েছে ।গ্রেফতার রাবেয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে । বাকি আসামীদের গ্রেপ্তারের আভিযান চলছে।