এস,এইচ সাবুর কথায় ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বাউল সম্রাট কাজল দেওয়ান এর কন্ঠে শীঘ্রই মুক্তি পেতে চলেছে মিউজিকাল ফিল্ম ”সোনাবান” মিউজিকাল ফিল্মটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের তরুণ নির্মাতা মহিউল হাসনাত পায়েল।এতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা রোমেল ইশতিয়াক, আফরিন আক্তার মিম,কাজল দেওয়ান,জামিম হোসেন,ইমরুল সিকদার সহ অনেকে।পরিচালক মহিউল হাসনাত পায়েল বলেন গল্পটি একটি অন্যরকম রোমান্টিক ধাচের গল্প এ ধরনের গল্প আগে কখোনো দর্শক দেখেনি।তিনি আরো বলেন গল্পটি নির্মাণ করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে।পুরো টিম অনেক পরিশ্রম করেছে পুরো টিমের প্রতি আমার কৃতজ্ঞতা।