শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

সোহরাব হোসেন রাজু—-প্রতিবেদনে

উপজেলার তাইন্দং টু -মাটিরাংগা
যাতায়াতের একমাত্র #রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে।

২০১৮ সালে এই জনবহুল রাস্তাটি পাকাকরণ করা হলেও কিছুদিন না-যেতেই রাস্তাটির বেশকিছু জায়গায় ভাঙ্গা শুরু হয়ে যায়।
অনেকাংশে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সংস্কার ও মেরামত করা হয়
এজন্য প্রথমে রাস্তার মাঝখানে সামান্য গর্ত সৃষ্টি হয় পরে এটা ভয়াবহ রূপ ধারণ করে জন দুর্ভোগ সৃষ্টি করছে।
প্রতিদিন এই জনবহুল রাস্তায় প্রায় ৩ লক্ষের অধিক লোকের যাতায়াত হয় এবং ৫ হাজার সিএনজি, মোটরসাইকেল পিকাপভ্যান এবং বড় ধরনের ভারি যান চলাচল করে। কারণ অদ্যশত গ্রামের মানুষের এটিই একমাত্র রাস্তা, যেখান থেকে কৃষকের উৎপাদিত কৃষি পণ্য ও জরুরি ঔষধ সরবরাহ করতে চট্রগ্রাম বিভাগীয় প্রধান শহর গুলোতে পৌঁছানোর একমাত্র রাস্তা বললেই চলে।

বর্তমানে এই জনবহুল রাস্তার বেহাল অবস্থা থাকায় মানুষের জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে ও গ্রামের উৎপাদিত কৃষি পণ্য রপ্তানিতে ব্যাঘাত ঘটছে বলে মনে করছেন অনেকেই।
জন দুর্ভোগ থেকে মুক্তি পেতে অতি দ্রুত সংস্কার ও মেরামতের দাবী স্থানীয় জনসাধারণের।

স্থানীয় জনসাধারণের জোর দাবি কর্তৃপক্ষের যথাযথ সুদৃষ্টি পেলে লাখ মানুষের জন দুর্ভোগ নিরসন সম্ভব।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও সংবাদ

© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal