সোহরাব হোসেন রাজু—-প্রতিবেদনে
উপজেলার তাইন্দং টু -মাটিরাংগা
যাতায়াতের একমাত্র #রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে।
২০১৮ সালে এই জনবহুল রাস্তাটি পাকাকরণ করা হলেও কিছুদিন না-যেতেই রাস্তাটির বেশকিছু জায়গায় ভাঙ্গা শুরু হয়ে যায়।
অনেকাংশে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সংস্কার ও মেরামত করা হয়
এজন্য প্রথমে রাস্তার মাঝখানে সামান্য গর্ত সৃষ্টি হয় পরে এটা ভয়াবহ রূপ ধারণ করে জন দুর্ভোগ সৃষ্টি করছে।
প্রতিদিন এই জনবহুল রাস্তায় প্রায় ৩ লক্ষের অধিক লোকের যাতায়াত হয় এবং ৫ হাজার সিএনজি, মোটরসাইকেল পিকাপভ্যান এবং বড় ধরনের ভারি যান চলাচল করে। কারণ অদ্যশত গ্রামের মানুষের এটিই একমাত্র রাস্তা, যেখান থেকে কৃষকের উৎপাদিত কৃষি পণ্য ও জরুরি ঔষধ সরবরাহ করতে চট্রগ্রাম বিভাগীয় প্রধান শহর গুলোতে পৌঁছানোর একমাত্র রাস্তা বললেই চলে।
বর্তমানে এই জনবহুল রাস্তার বেহাল অবস্থা থাকায় মানুষের জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে ও গ্রামের উৎপাদিত কৃষি পণ্য রপ্তানিতে ব্যাঘাত ঘটছে বলে মনে করছেন অনেকেই।
জন দুর্ভোগ থেকে মুক্তি পেতে অতি দ্রুত সংস্কার ও মেরামতের দাবী স্থানীয় জনসাধারণের।
স্থানীয় জনসাধারণের জোর দাবি কর্তৃপক্ষের যথাযথ সুদৃষ্টি পেলে লাখ মানুষের জন দুর্ভোগ নিরসন সম্ভব।