সোমবার, ২২ মে ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

মাদক, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম ও ইভটিজিং রোধে সচেতনতায় (ওসি) লাইছুর রহমান

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

( নীলফামারী প্রতিনিধি):-
নীলফামারী ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, সাইবার ক্রাইম ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা করছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।

বুধবার (২৪শে আগস্ট) দুপুর ২টায় ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এসময় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, সাইবার ক্রাইম প্রতিরোধে বিস্তর আলোচনা করা হয়। তাছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে নিজেরা ১৮ বছরের পূর্বে বিবাহ করবো না বলে শপথ করেছেন (স্বেচ্ছায়) সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েক শতাধিক শিক্ষার্থী। সচেতনতামুলক শপথ পাঠদান করান ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, অত্র বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও ডিমলা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, মাদক, বাল্যবিবাহ, পালিয়ে বিয়ে করা, কিশোর গ্যাং, ইভটিজিং, সাইবার ক্রাইম, আত্মহত্যার বিষয়ে সচেতনতা, ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে আজ কথা বলতে এসেছি। দিন দিন এসব সমস্যা সমাজে প্রকট আকার ধারণ করছে। সবাইকে বলছি, সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। কখনো অনাকাঙ্ক্ষিত কোন সমস্যা হলে পরিবারের অভিভাবক অথবা শিক্ষককে জানাতে হবে। প্রয়োজনে সরকারি (টোল ফ্রি) ৯৯৯ নাইন ও ডিমলা থানা পুলিশকে জানালে তৎক্ষণাৎ পুলিশি সেবা তোমাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। এছাড়াও বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য থানায় আলাদা হেল্প ডেস্ক খুলেছেন। সেখানে মহিলা পুলিশের মাধ্যমে আগত সেবা প্রার্থীকে সেবা প্রদান করা হয়। বাল্যবিবাহ রোধে ১৮ বছরের পূর্বে নিজেরা (শিক্ষার্থী) বিবাহ করব না বলে শপথ করেন (স্বেচ্ছায়)।

লাইছুর রহমান আরো বলেন, সবাই আমার সঙ্গে শপথ করো, কখনো প্রেম করে পালিয়ে যাবে না, পরিবারকে কষ্ট দেবে না। ইভটিজিং, বাল্যবিবাহ অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীদের পলায়ন সমাজে ব্যাধি হিসেবে যেন রূপান্তরিত না হয়, এ কারণেই সবাইকে সচেতন হতে হবে। এছাড়াও মাতা-পিতা এবং শিক্ষকের প্রতি দায়িত্ব ও কর্তব্য তাছাড়াও নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

সভা শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেকোনো মূল্যে এটি প্রতিহত করতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের বড় হওয়ার পথে সব থেকে বড় বাধা। এছাড়াও অপ্রাপ্ত বয়সে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। পরিবারকেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে, সকলকেই সচেতন হতে হবে। লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পরই মেয়েদের বিয়ে করা উচিত। তাই এমন সচেতনতামুলক ক্লাসের আয়োজন করা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, পর্যায়ক্রমে এ উপজেলা সকল বিদ্যালয়ে এ ধরনের সচেতনতামূলক সভার আয়োজন করা হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ

© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal