সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি ঃ
হবিগন্জ মাধবপুর উপজেলায় পাথর ভর্তি ট্রাকের চাপায় চাঁদনান হাসান (স্মরণ) মিয়া (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।ও মোঃ জলিল মিয়া (২৮) নামে একজন আহত হয়েছেন।
বুধবার (৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হোটেল হাইওয়ে ইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁদনান হাসান স্মরণ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত,মোঃ সেবুল মিয়ার ছেলে ও আহত মোঃ জলিল মিয়া, নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বজলু মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার (৮ জুন) রাতে মোটরসাইকেল যোগে বাঘাসুরা হতে মাধবপুর শহরের দিকে যাচ্ছিলেন চাঁদনান হাসান (স্মরণ) ও মোঃ জলিল মিয়া। মাধবপুর উপজেলা হোটেল হাইওয়ে ইন এলাকায় পৌঁছলে একটি পাথর বোঝাই ট্রাক মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে চাঁদনান হাসান (স্মরণ) ছিটকে পড়ে যায়, পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়েই মৃত্যু হয় তার। ও মোঃ জলিল মিয়া গুরুতর আহত হন।
মাধবপুর থানার পুলিশ দুর্ঘটনার সংবাদ পেয়ে আহত মোঃ জলিল মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।