বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:৩১ অপরাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

মাধবপুরে নির্যাতিত মেয়েকে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি।

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে

হবিগন্জ প্রতিনিধিঃ সোহাগ মিয়া।
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে অবস্থিত শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী মোঃ আলী আকবরের নামে নিজের মেয়েকে ঘরবন্দী করে অমানবিক নিষ্ঠুর জুলুম নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলাধীন শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পিডিবি’র কর্মকর্তা মোঃ আলী আকবরের মেয়ে মোছাঃ হালিমা খাতুন (২২)। দীর্ঘ ৫ মাস যাবৎ সৎ মা ও বাবার অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানান পিডিবি’র কোয়ার্টারে বসবাসরত বাসিন্দারা।

মোছাঃ হালিমা খাতুন বাবা আলী আকবরের প্রথম স্ত্রীর সন্তান।স্থানীয়রা জানান,মেয়ের চিকিৎসার জন্য বাবা আলী আকবরকে বলা হলেও মেয়ের চিকিৎসা করাচ্ছিলেন না তিনি।ঘরে বন্দি করে রেখে দিনের পর দিন নির্যাতন চালাচ্ছিলেন বাবা ও সৎ মা।

এরকম অমানবিক নির্যাতনের খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মঈনুল ইসলাম মঈন সাহেব মাধবপুর থানার এসআই রাজিব ও চিকিৎসক ডাঃ সাবরিনা কে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে মোঃ আলী আকবরের বাসায় অভিযান চালিয়ে নির্যাতিত মোছাঃ হালিমা খাতুনকে উদ্ধার করেন।

স্থানীয় মেডিকেল অফিসার জনাব হুমায়ুন কবীর,ডাঃ সাবরিনা ও প্রশাসনের সহযোগিতায় মোছাঃ হালিমা খাতুন কে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মানবিক নির্যাতনকারী বাবা মোঃ আলী আকবর ও সৎ মায়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী এবং এমন মানবিক কাজে এগিয়ে আসার জন্য মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মঈনুল ইসলাম মঈন সাহেবকে ধন্যবাদ জানান কোয়ার্টারে বসবাসরত স্থানীয়রা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ

© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal