সোহাগ মিয়া, (মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধিঃ
১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর,সুন্দরপুর,শিবপুর,শাহপুর তথা কয়েকটি গ্রাম থেকে হাজারো নবী প্রেমিক মুসলিম উম্মাহগন জশনে জুলুছ মিছিল বের করেন। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন।
উল্লেখ্য, ৯ই অক্টোবর,রবিবার দিনটি উদযাপন করতে সকাল থেকেই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবপুর উপজেলাধীন বাঘাসুরা ইউনিয়নে অবস্থিত হযরত শাহ সোলেমান ফতেহগাজী (রহঃ) বাগদাদী মাজার শরীফে ওলি-আউলিয়ার ফয়েজ লাভের আগ্রহ নিয়ে মাজার জিয়ারত করেন হাজারো নবী প্রেমিক,অলি প্রেমিকরা।
সিরাতগ্রন্থ ও ইতিহাসের বিভিন্ন তথ্যমতে, প্রায় দেড় হাজার বছর আগে আজকের এই দিনে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)।
কিন্তু তিনি আবার এই ১২ রবিউল আউয়ালেই আল্লাহর সান্নিধ্যে চলে যান।