সোহাগ মিয়া, হবিগন্জ প্রতিনিধি ঃ
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হরিতলা বাদশা কোম্পানির গেইট এলাকায় যাত্রীবাহী লেগুনা ও মালবাহী পিক-আপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। যাত্রীবাহী লেগুনার চালকসহ ৫ জন আহত হয়েছেন।গাড়ি দুটিরই সামনে ড্রাইভার বসার সিট পর্যন্ত দুমড়ে-মুচড়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার(২০জুলাই) সকাল ১১ঃ৩০ মিনিটের দিকে মাধবপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনা গাড়িটি উপজেলার হরিতলা বাদশা কোম্পানির কাছে পৌছলে একটি মালবোঝাই মাধবপুরগামী (ঢাকা মে.ন১১৮০০২)পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ৫ জন যাত্রী আহত হন। আহতদের এলাকাবাসী উদ্ধার করে হবিগন্জ সদর হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন-বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মোঃ শাহ-আলম মিয়ার স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম(৩৫),একই গ্রামের মৃতঃ আছিব আলীর ছেলে মোঃ আবুল হোসেন (২৭),তাঁর স্ত্রী মোছাঃ সোনিয়া বেগম(২৩),মেয়ে ঝর্ণা ও ছেলে বাবু গুরুতর আহত হয়।
শায়েস্তাগন্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী, মাধবপুর থানা পুলিশ সহ আমরা আসছি। দুমড়ে-মুচড়ে যাওয়া পিক-আপ(ঢাকা মেট্রো ন-১১-৮০০২) গাড়িটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে..।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীদের সামনে সচেতনতামূলক বক্তব্য রাখেন।এসময় তিনি বলেন,আমরা মানুষ মানুষের সেবা করার জন্যই মানুষ।
আপনারা যারা মোটর সাইকেল চালান দয়া করে নিজের জীবন বাঁচাতে হলেও হেমলেট ব্যবহার করবেন।