সোহাগ মিয়া, হবিগন্জ প্রতিনিধি ঃহবিগঞ্জের মাধবপুরে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতা) রুমে সংগঠনের সাবেক সহ সভাপতি তইমুজ আলীর সভাপতিত্বে ও মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায়
শুরুতেই পবিত্র কুরআন তেলোয়াত ও গীতাপাঠ এবং জাতীয় সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, মানবিক পুলিশ মোঃ সওকত হোসেন, পিপিএম, প্রতিষ্ঠাতা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন,
সিলেট রেঞ্জের পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মতিন,জাতীয় নিরাপদ সড়ক আন্দোলন এর ভাইস চেয়ারম্যান গোলাম রহমান দুর্জয়, বিশিষ্ট সমাজ সেবক পংকজ শাহা,করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক এডভোকেট মোঃ রুহুল আমিন মিহন,যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ আফসার চৌধুরী,প্রেসক্লাব সভাপতি মোঃ অলিদ মিয়া,প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, ব্যবসায়ী সুজন রায় প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সারা দেশের ১৩৫টি স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধি গণ।
ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক সুফল মোদক বলেন, বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবী ভাইবোন দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।আপনাদের উপস্থিতি পেলে ভবিষ্যতে আরও সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারব বলে আসা বাদী।