সোহাগ মিয়া ,হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমেই বঙ্গবন্ধু প্রতিকৃতিতে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগের সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা প্রশাসনের আয়োজনে এক শোক র্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ করে। দিবস টি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও শেখ মঈনূল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভা, যুব ঋণ, পুরস্কার বিতরণ করেন বিমান প্রতিমন্ত্রী।
পরে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে শোক সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ এবং বিকেল ৩ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রহম আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা , কাঙ্গালী ভোজ, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর-চুনারুঘাট (হবিগঞ্জ -৪) এর সংসদ সদস্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম সহ উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পেশা জীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।