সোহাগ মিয়া,হবিগন্জ প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে মাধবপুর উপজেলাধীন সুরমা চা বাগান(মাহুঝিল) ১৬৭ তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস তথা সিধু-কানু দিবস পালিত হয়েছে। সকাল ৮ টায় বর্ণাঢ্য র্যালি ও শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে সিদু-কানু মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এরপর আলোচনা সভায় অতিথিদের সাঁওতালী রীতির গান, নৃত্যেও মাল্যদানের মাধ্যমে বরন করা হয়। উক্ত অনুষ্ঠানে দানিয়েল বেসরা সঞ্চলনায়, জাকোব কিস্কুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন রুবেন বেসরা।তিনি তার বক্তব্যে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, নতুন প্রজন্মের ভূমিকা এই দিবস পালনে সকলের ঐক্য বদ্ধ প্রচেষ্টার কথা উল্লেখ করেন।আগামীতে সাঁওতাল বিদ্রোহ দিবস বৃহৎ আকারে করার পরিকল্পনা রয়েছে।এছাড়া বক্তব্য রাখেন মিথুশিলাক মুরমু লেখক ও গবেষক, দুলাল হাঁসদা,নরেশ টুডু,দিলিপ সাঁওতাল সহ আরো অনেকে সবাই এই অনুষ্ঠানের পরিচালনা কমিটির কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করেন।এবং ভাষা রক্ষার জন্য পাঠাগার,সাঁওতালি বই,ম্যাগাজিন সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করেন।অন্যান্য বক্তারা বলেন, ‘ইংরেজ আমলে স্থানীয় জমিদার, মহাজন ও ইংরেজদের রাজস্ব ও কৃষি নীতির বিরুদ্ধে সাঁওতালরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে নেতৃত্ব দেয় চার মুরমু ভাই- সিধু, কানু, চাঁদ ও ভৈরব। এটাই ইংরেজদের বিরুদ্ধে এ উপমহাদেশে প্রথম গণ বিদ্রোহ। এ বিদ্রোহে আত্মাহুতি দেন ও মৃত্যুদণ্ডের শিকার হন এই ৪ ভাই, আর তাদের এক বোন নৃশংসভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন।’ অনুষ্ঠানটি সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানের সাঁওতাল শিল্পীর অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়।