রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:২৯ পূর্বাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

মাধবপুর উপজেলা চেয়ারম্যান এস,এফ,এ,এম,শাহজাহান এর বিরুদ্ধে প্রতারনার মামলা।

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

হবিগন্জ,(মাধবপুর প্রতিনিধি)ঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা চেয়ারম্যান এস,এফ, এ,এম,শাহজাহান(৫০)বিরুদ্ধে জাল দলিল তৈরী করে অন্যের জমি হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ৫নং আন্দিউড়া ইউনিয়নের মির নগর গ্রামের দুর্জন দাসের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম বাদি হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন এর আদালতে গত ৪ জুলাই,২০২২ তারিখে পেনাল কোড ৪৬৫/৪২০/৪৬৭/৪৬৮ ধারায়, মামলা দায়ের করেন। যা (এফ,আই,আর)গন্যে মামলা রজু করে তদন্ত করার জন্য ফৌজদারি কার্যবিধির ১৫৬(৩) ধারার অধীনে ‘ওসি’মাধবপুর থানাকে নির্দেশ দেন।

আদালতের আদেশে মাধবপুর থানা গত ৬ জুলাই ২০২২ ইংঃ তারিখ ধারা ৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮ পেনাল কোডে মামলা রেকর্ড করে। মামলার এজহারে জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাকশাইর মৌজায় যে এল নং ৬৯ এস এ খতিয়ান নং ১২৬ এস,এ,দাগ নং ৮১ মোট মোয়াজি ৬৮ শতক, ও এস এ খতিয়ান নং ২৭২ এস এ দাগ নং ৮৬ ইহাতে মোট মোয়াজি ২৭ শতক জমি ১২ ডিসেম্বর ১৯৭৩ ইং তারিখে জালিয়াতির মাধ্যমে নিজ নামে দলিল করে নেয়।

পরবর্তীতে খাজনা দিতে গেলে জমিটি এস,এফ,এ,এম, শাহজাহান এর নামে রেকর্ড থাকায় খাজনা নিতে অনীহা প্রকাশ করায় তল্লাশি করে ১৯ জুন,২০২২ ইংঃ তারিখে কাগজ পত্র উত্তোলন করে দেখতে পায়,জমিটি গত ১২ ডিসেম্বর ১৯৭৩ ইংঃ তারিখে এস,এফ,এ,এম শাহজাহান ভুয়া মালিক সাজিয়ে অন্যের মাধ্যমে জমিটি নিজ নামে দলিল করে নেয়।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী মোঃ রফিকুল ইসলাম বলেন,আমি ভাবতেও পারিনি “একজন ফেরেস্তার মত মানুষ,এমন জালিয়াতির আশ্রয় নিতে পারে।” নিরুপায় হয়ে আমি উপযুক্ত প্রমান সহ আদালতে মামলা দিয়েছি। আশাকরি আমি ন্যায় বিচারের মাধ্যমে আমার জমি ফেরত পাব।
মামলার ব্যাপারে কথা বলার জন্য বিবাদী এস,এফ,এম শাহজাহান এর মোবাইলে একাধিক বার কল করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
এ বিষয়ে জানতে চাইলে, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আব্দুর রাজ্জাক বলেন, মামলা রেকর্ড হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ

© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal