সোহাগ মিয়া, হবিগঞ্জ,(মাধবপুর)প্রতিনিধিঃ
মুসলিম বিশ্বের দুটি বৃহত্তম ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল আজহা।আজ(রবিবার)সারা দেশে উৎসবের সঙ্গে ঈদ উদযাপিত হয়েছে। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করেছেন সামর্থ্যবান মুসলমানরা।
মাধবপুর উপজেলাধীন বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে গাউসুল আজম জামে মসজিদে স্থানীয়দের নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামাত সকাল ৭ঃ৩০মিনিটে অনুষ্ঠিত হয়েছে।মানিকপুর গাউসুল আজম জামে মসজিদের খতিব জনাব,হাফেজ ক্বারী মাওঃ আল-আমিন সাহেব খুৎবা পাঠ ও ঈদের জামাতে ইমামতি করেন।তিনি বলেন, আল্লাহর জন্য নিজের জান-মাল ও প্রিয়তম জিনিস সন্তুষ্টচিত্তে বিলিয়ে দেওয়ার মহান শিক্ষা নিয়ে প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। আল কুরআনের সুরা কাউসারে বলা হয়েছে, অতএব তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড় এবং কোরবানি করো। সুরা হজে বলা হয়েছে, কোরবানি করার পশু মানুষের জন্য কল্যাণের নির্দেশনা।তিনি বিশ্বের সকল মুসলিমদের জন্য বিশেষ দোয়া ও পরিশেষে এলাকাবাসীদের নিয়ে কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন,মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব,মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম,ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জনাব,সাইফ উদ্দিন তালুকদার শামীম,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জনাব,উবায়দুল আজমী তালুকদার রাহুল,ওলামায়ে কেরামগন,ছাত্র,শিক্ষক,ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।