বখতিয়ার সালমান (হাটহাজারী প্রতিনিধি)
হাটহাজারীতে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে এক পল্লী চিকিৎসককে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার ০২নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার জনাব শহিদুল আলম সাহেবের নেতৃত্বে চলাকালীন এক অভিযানে এই জরিমানা নির্ধারণ করা হয়।
হাটহাজারি বাসস্ট্যান্ড এলাকার বাড়িপাড়া রোডের তোফাজ্জল মার্কেটের শান্তি ফার্মেসিতে বসা ওই পল্লীচিকিৎসকের নাম মোঃ আনোয়ার হোসেন। পেশায় পল্লী চিকিৎসক হলেও নামের আগে ‘ডাঃ’ পরে “মেডিসিন ও সার্জারী” বিশেষজ্ঞ দাবি করেন এই আনোয়ার হোসেন।শুধু তাই নয়, বিনা অপারেশনে নাকের ভিতর পলিপ,গোটা/মাংস বাড়া,ঘনঘন হাঁচি, মাথাব্যথা, মলদ্বারে পায়খানার রাস্তায় পাইলস(গেজ), অর্শ, ভগন্দর ও রক্তপড়া, পুঁইজ পড়া টিউমার মাত্র ১০-১৫মিনিটের মধ্যে ইনজেকশন ও ওষুধ দ্বারা, অল্প খরচে স্থায়ী চিকিৎসার নামে প্রতারণা করে যাচ্ছেন প্রতিনিয়ত।
মিথ্যা প্রতিশ্রুতির এই বিজ্ঞাপন দেখে চিকিৎসা নিচ্ছেন শত শত নিরীহ সহজসরল না বুঝা মানুষ।
এই বিষয়ে উপজেলা প্রশাসন অবগত হলে তাৎক্ষণিকভাবে চালানো এক অভিযানে ওই প্রতারককে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার। এতে স্বস্তি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সহ বিভিন্নভাবে উপজেলা নির্বাহী অফিসার সাহেবকে সাধুবাদ জানান এলাকাবাসীরা, এবং এই অভিযান অব্যাহত রেখে একটি সুন্দর সমাজ বিনির্মানের প্রত্যাশা ব্যক্ত করেন।