শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:২৯ অপরাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

মিথ্যা বিজ্ঞাপনে প্রতারণা; গুণতে হচ্ছে জরিমানা

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পড়া হয়েছে

বখতিয়ার সালমান (হাটহাজারী প্রতিনিধি)

হাটহাজারীতে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে এক পল্লী চিকিৎসককে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার ০২নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার জনাব শহিদুল আলম সাহেবের নেতৃত্বে চলাকালীন এক অভিযানে এই জরিমানা নির্ধারণ করা হয়।
হাটহাজারি বাসস্ট্যান্ড এলাকার বাড়িপাড়া রোডের তোফাজ্জল মার্কেটের শান্তি ফার্মেসিতে বসা ওই পল্লীচিকিৎসকের নাম মোঃ আনোয়ার হোসেন। পেশায় পল্লী চিকিৎসক হলেও নামের আগে ‘ডাঃ’ পরে “মেডিসিন ও সার্জারী” বিশেষজ্ঞ দাবি করেন এই আনোয়ার হোসেন।শুধু তাই নয়, বিনা অপারেশনে নাকের ভিতর পলিপ,গোটা/মাংস বাড়া,ঘনঘন হাঁচি, মাথাব্যথা, মলদ্বারে পায়খানার রাস্তায় পাইলস(গেজ), অর্শ, ভগন্দর ও রক্তপড়া, পুঁইজ পড়া টিউমার মাত্র ১০-১৫মিনিটের মধ্যে ইনজেকশন ও ওষুধ দ্বারা, অল্প খরচে স্থায়ী চিকিৎসার নামে প্রতারণা করে যাচ্ছেন প্রতিনিয়ত।
মিথ্যা প্রতিশ্রুতির এই বিজ্ঞাপন দেখে চিকিৎসা নিচ্ছেন শত শত নিরীহ সহজসরল না বুঝা মানুষ।
এই বিষয়ে উপজেলা প্রশাসন অবগত হলে তাৎক্ষণিকভাবে চালানো এক অভিযানে ওই প্রতারককে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার। এতে স্বস্তি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সহ বিভিন্নভাবে উপজেলা নির্বাহী অফিসার সাহেবকে সাধুবাদ জানান এলাকাবাসীরা, এবং এই অভিযান অব্যাহত রেখে একটি সুন্দর সমাজ বিনির্মানের প্রত্যাশা ব্যক্ত করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ

© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal