মিরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রি ও খাদ্যে বিষাক্ত রং মেশানো কারণে উপজেলার পৌর সদরে আলিফ ডিপাটমেন্টাল স্টোর ১হাজার টাকা ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠান জান্নাত ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে মিরসরাই পৌর সদর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএসটিআই ফিল্ড অফিসার সিএম কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, মিরসরাই থানার এসআই আতাউর রহমান সহ প্রমুখ।
এসময় অভিযান চালিয়ে আলিফ ডিপাটমেন্টাল ষ্টোরকে বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রি দায়ে ১ হাজার টাকা এবং খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মেশানো কারণে কেক নির্মাণকারী প্রতিষ্ঠান জান্নাত ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নিবার্হী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন খাদ্যের মত এ জিনিসে ভেজাল মোটেই কাম্য নয়। আমরা এ বিষয়ে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।