চট্টগ্রাম প্রতিনিধি সাদমান –
মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার অফিসারের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে মীরসারাই উপজেলা ছাত্রলীগ,
এ সময় উপস্থিত ছিলেন -মীরসারাই ছাত্রলীগের আহ্বায়ক -মাসুদ করিম, যুগ্ম -আহ্বায়ক- জাফর ইকবাল নাহিদ, যুগ্ন আহ্বায়ক – একরামুল হক সোহেল, যুগ্ম আহ্বায়ক – আজাদ রুবেল,যুগ্ম আহ্বায়ক – আরিফুল রহমান, যুগ্ন আহ্বায়ক – মিথুন র্শামা সহ আরো ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় ইউএনও মিনহাজুর রহমান কে ক্রাস প্রধান করেন তারা।