মীরসরাই থানা পুলিশের অভিযানে আরো ০২টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ জিআর পরোয়ানা ভুক্ত ছিনতাই চক্রের ০১ জন আসামী এবং সিআর পরোয়ানাভুক্ত ০১জনসহ সর্বমোট-০২ জন আসামী গ্রেফতার।
★ মীরসরাই থানার এসআই/ রাজিব চন্দ্র পোদ্দার সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মোটরসাইকেল ছিনতাই মামলার আসামী মোঃ খোরশেদ আলম(৪৩), পিতা-মৃত মোজাফর আহমেদ, মাতা-নুর জাহান বেগম , সাং-উত্তর বালিয়াদী (উজির আলী সেরাং বাড়ী), ০৯নং ওয়ার্ড, ১৪নং হাইদকান্দি ইউপি, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম এবং সিআর পরোয়ানাভুক্ত আসামী ০২। মোঃ নাসির উদ্দিন, পিতা-মোঃ শফি উল্যাহ, সাং-দক্ষিণ মঘাদিয়া, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করিয়া যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। উল্লেখ্য যে,আসামী খোরশেদ এর হেফাজত ও দেখানো মতে আরো ০২টি মোটরসাইকেল উদ্ধার।