আশুলিয়া প্রতিনিধি,
আশুলিয়ার বাইপাইল-বগাবাড়ী এলাকায় একটি সুনামধন্য ঔষুধ ফার্মেসী অবস্থিত,যার নাম মেডিসিন পয়েন্ট ও ডক্টর চেম্বার।খুব সততার সহিত পরিচালনা করে আসছেন প্রতিষ্ঠানের মালিক।শুধু তাই নয় এখানে চিকিৎসা ব্যবস্থা পত্র ফ্রি দেয়া হয় এবং গরিব অসহায় দরিদ্র ব্যক্তিদের বিনামুল্যে মেডিসিন দেয়া হয় সাধ্য অনুযায়ী। এ বিষয়ে প্রতিষ্ঠান মালিকের নিকট জিজ্ঞেস করলে তিনি বলেন।অসহায় কে ভালো বাসা ও সহায়তা করা মহৎ কাজ।আমি ফার্মেসীর শুরু থেকেই এই কাজ করছি।আশা রাখি ভবিষ্যতে ইনশাআল্লাহ আর বেশি মানুষের পাশে থাকব।এ ব্যাপারে আশে পাশের মানুষ খুব খুশি এবং চিকিৎসা সমস্যা হলেই উনার কাছে চলে আশে।
আশুলিয়া প্রতিনিধি,
আশুলিয়ার বাইপাইল-বগাবাড়ী এলাকায় একটি সুনামধন্য ঔষুধ ফার্মেসী অবস্থিত,যার নাম মেডিসিন পয়েন্ট ও ডক্টর চেম্বার।খুব সততার সহিত পরিচালনা করে আসছেন প্রতিষ্ঠানের মালিক।শুধু তাই নয় এখানে চিকিৎসা ব্যবস্থা পত্র ফ্রি দেয়া হয় এবং গরিব অসহায় দরিদ্র ব্যক্তিদের বিনামুল্যে মেডিসিন দেয়া হয় সাধ্য অনুযায়ী। এ বিষয়ে প্রতিষ্ঠান মালিকের নিকট জিজ্ঞেস করলে তিনি বলেন।অসহায় কে ভালো বাসা ও সহায়তা করা মহৎ কাজ।আমি ফার্মেসীর শুরু থেকেই এই কাজ করছি।আশা রাখি ভবিষ্যতে ইনশাআল্লাহ আর বেশি মানুষের পাশে থাকব।এ ব্যাপারে আশে পাশের মানুষ খুব খুশি এবং চিকিৎসা সমস্যা হলেই উনার কাছে চলে আশে।