তরফদার মামুন জেলা প্রতিনিধি মৌলভীবাজার।
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত আইনপুরে প্রতি বছর অনুযায়ী মোহাম্মদী ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গরীব অসহায় পরিবারের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে কানাডা প্রবাসী আব্দুল মুহিত, ইংল্যান্ড প্রবাসী আব্দুল মুকিত ও আব্দুল হাফিজ এর অর্থায়নে হেলাল মোহাম্মদ ও আইমন ইসলাম এর পরিচালনায় আয়োজনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে এলাকার প্রায় ৭শত পরিবারের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- আলহাজ আবু মিয়া চৌধুরী, চেয়ারম্যান, ১নং খলিলুর ইউপি, এস এম উমেদ আলী, এনটিভি জেলা প্রতিনিধি, নজরুল ইসলাম মুহিত, দৈনিক ইত্তেফাক, জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম সাহেদ, সাধারণ সম্পাদক, শেরপুর প্রেস ক্লাব, গোলাম রাব্বানী, হাজী সাবু মিয়া, হুমায়ূন আহমেদ, কাজল মিয়া সহ অনেকেই।