শাহিনুর রহমান (মনিরামপুর) রাজগঞ্জ প্রতিনিধি।। যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের মাদক অভিযানে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ চিহ্নিত ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। রবিবার ডিবি যশোরের এসআই মোঃ ইদ্রিসুর রহমান, এসআই লিটন মন্ডল, এএস আই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২২শে আগস্ট সন্ধায় যশোর শার্শা থানাধীন গোগা কালিয়ানী উত্তরপাড়াস্থ জামে মসজিদ কবরস্থান এর দক্ষিন পার্শ্বে রাস্তার উপর হতে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক (১) আলামিন (২২), পিতা- কুরবান আলী, (২) জাহিদ হোসেন (১৯), পিতা- তহিদুল, উভয় বাড়ি কালিয়ানী উত্তরপাড়া (গোগা) আটক ব্যাক্তিদের নামে এ এস আই ইদ্রিসুর রহমান বাদী হয়ে শার্শা, থানা মাদক আইনে মামলা করেন । এবং মাদক সহ আসামীদের আদালতে পাঠিয়ে দেন।