যশোর সদর উপজেলার ১২নং ফতেপুর ইউনিয়ন গোলাভাঙ্গা বিল অর্থাৎ ধান ঘাটা ব্রিজে,৪ জন গোসল করতে নেমে, ২জন পানিতে ডুবে যায়।
যার মধ্যে ১ জনকে সহযোগীরা জীবিত উদ্ধার করতে পারলেও, অন্য ১জন কে উদ্ধার করতে ব্যর্থ হয়।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি বাহিনীর সদস্যরা, তাকে টানা ৪-৫
ঘন্টা পরে মৃত অবস্থায় উদ্ধার করে।