শাহিনুর রহমান যশোরঃ
যশোর শার্শা থানা এলাকায় ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালায়। অভিজান পরিচলনা করেন এসআই (নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান, এএসআই (নিঃ) রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৬:৩০ ঘটিকায় যশোর শার্শা থানাধীন গোপালপুর উত্তরপাড়াস্থ গাফফারের আমবাগানের সামনে গোপালপুর থেকে কালিয়ানীগামী কাঁচা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ সায়েম (৩৭), পিতামৃত- এলাহীবক্স সরদার, (২)আব্দুল খালেক(৪০), পিতা-ইন্তাজ আলী সরদার, (৩) আব্দুল মান্নান দুদু(৫৫), পিতা-মৃত করিম বক্স, সর্ব সাং-কালিয়ানী, থানা-শার্শা, জেলা-যশোরদেরকে ২২ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন বলে বাংলদেশ সময় ২৪ কে জানান। উদ্ধারকৃত আলামতের মূল্য আনুমানিক ৬৬,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন বলে জানিয়েছেন।