চলতি বছরের পহেলা জানুয়ারি নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য মীর আরশাদ আলী রহমান দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ মাস ইউনিয়ন পরিচালনা করেন তিনি।গত ১৩ জুন তিনি মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে পরবর্তীতে শুধু চেয়ারম্যান পদে উপ নির্বাচনের নির্বাচন ঘোষণা করা হয়।
আজ বুধবার আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একনাগাড়ে ভোটগ্রহণ হয়। নির্বাচনে নৌকার প্রার্থী শাহারুল ইসলাম ৯ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।
তার প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী শহীদুজ্জামান শহীদ পাঁচ হাজার ৮৪ ও চশমা মার্কার প্রার্থী আসাদুজ্জামান খোকন তিন হাজার ১৮ ভোট পেয়েছেন।
ইউনিয়নের ৩২হাজার ৮০০ ভোটার ১৬টি কেন্দ্রে ইভিএমে মাধ্যমে ভোট প্রদান করছে।