সোহাগ মিয়া, (মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার রতনপুর তরুন প্রজন্মের উদ্যোগে আয়োজিত ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নোয়াগাঁও কে ২/১ গোলে পরাজিত করেন শক্তিশালী রতনপুর ফুটবল টিম।
শুক্রবার ২৮অক্টোবর, রতনপুর চা বাগানের পাদদেশে অবস্থিত খেলার মাঠে হাজারো দর্শকের সমাগমে ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়। এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন নোয়াগাঁও বনাম রতনপুর টিম। নেয়াগাঁও কে ২/১ গোলে পরাজিত করে বিজয়ী হন রতনপুর ফুটবল টিম। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলার মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মহসীন আল মুরাদ আলী মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ৯নং নোয়াপাড়া ইউ/পি’র চেয়ারম্যান জনাব আতাউল মোস্তফা সোহেল, ৮নং বুল্লা ইউ/পি’র চেয়ারম্যান জনাব মিজানুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ৪নং আদাঐর ইউ/পি’র সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক পাঠান,
শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউ/পি’র চেয়ারম্যান জনাব হুসাইন মো: আদিল জজ মিয়া, বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় উপ-কমটির সদস্য
জনাব এড. মারুফ সিদ্দিকী, হবিগন্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক জনাব মিজানুর রহমান চকদার, মাধবপুর প্রেসক্লাব সভাপতি জনাব অলিদ মিয়া, এসআই রঞ্জন ভৌমিক, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল হোসেন জিতু, পিকেএসএফ এর জন পুষ্টিবিদ ড. আশরাফুল আলম হেলাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ব্যবস্থাপক মোস্তাক আহমেদ সোহাগ সহ আরো অনেকেই।
এর আগে আমন্ত্রিত অতিথি ও স্থানীয় ব্যাক্তিবর্গ সহ যারা মহামূল্যবান সময়টুকু ব্যায় করে খেলাটি উপভোগ করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ৯নং নোয়াপাড়া ইউ/পি’র চেয়ারম্যান জনাব আতাউল মোস্তফা সোহেল।