মোঃ শাহিনুর রহমান (যশোর জেলা প্রতিনিধি)
যশোরের রাজগঞ্জের মনির নামে এক যুবকের আগুনে পোড়া বিকৃত লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। গত ২ আগস্ট বৃহস্পতিবার রাতে যশোরের শার্শা থানা পুলিশ আগুনে পুড়া একটি মরদেহ উদ্ধার করেছে। পরে খোজ নিয়ে জানা গেছে, আগুনে পুড়া লাশটি সীমান্ত পরিবহন মালিক সমিতির রাজগঞ্জ স্টাটারের কলারম্যান ও মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের মনোহরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুজ্জামান মনি (৩৫)। সংবাদ পেয়ে শুক্রবার সকালে তার পরিবারের লোকজন ঘটনা স্থলে যান। সেখানে যেয়ে তেমন কোন তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে তার শরীর উপর পুড়া একটি মটরসাইকেল পড়ে রয়েছে এমন একটি ছবি স্থানীয়রা দেখিয়েছে বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ বলে তারা জানান। তবে পুড়ার ঘটনাটির আসল রহস্য দ্রুত উৎঘাটন হবে বলে আশাবাদী নিহতের পরিবার। আজ বিকাল বেলা মরাদেহটির ময়না তদন্ত সাপেক্ষে মরা দেহটি তার পরিবারের কাছে হস্থান্তর করার পর তার পরিবার তাদের পারিবারিক কবরস্থানে দাপন করে। মরা লাশটির দাপন শেষ করা হলেও এখনও জানা যায়নি ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছিল এবং মৃত্যুর কারন। মনির এর পারিবার তার মৃত্যুর সঠিক কারন জনতে চেয়ে পুলিশের কাছে সঠিক তদন্থের জন্য আসা ব্যক্ত করেন।