নিউজ ডেস্কঃ
ছাত্রী কে প্রাইভেট পড়ানোর সময় অনৈতীক কর্ম কান্ডে লিপ্ত থাকা অবস্তায় ধরা পড়ে বিবাহ করে
২৯/১০/২০২২ ইং তারিখে।
মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে অবস্থিত এডাস মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ঝাঁপা গ্রামের টুটুলকে ২৯/১০/২০২২ ইং তাঃ বিদ্যালয়ের মধ্যেই জুতাপেটা করছেন অভিভাবকরা। অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী শারীরিকভাবে বেড়ে ওঠায় তার উপর কুদৃষ্টি পড়ে টুটুলের এবং তাকে অফিস কক্ষে ডেকে সম্প্রতি শ্লীলতাহানি ঘটায়।
মেয়েটি বাড়িতে গিয়ে কাঁন্নাকাটি করে অভিভাবকদের জানিয়ে দিলে ধীরে ধীরে মানুষের মধ্যে জানাজানি হয়ে পড়ে। এক পর্যায়ে আজ অভিভাবকরা ওই স্কুলে এসে টুটুলকে জুতাপেটা করে। বিষয়টি নিয়ে রাজগঞ্জ এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সর্বশেষ : মেহেদী হাসান টুটুলের বিরুদ্ধে মামলা করতে থানায় যাওয়ার উদ্যোগ নেয় মেয়েটির পরিবার। কিন্তু স্থানীয় টাকা খেকো চক্র তাদেরকে বলেছে এসব করলে ভবিষ্যতে বিয়ে হবেনা এবং টুটুলকে স্কুল থেকে বাদ দেয়া হচ্ছে। এজন্য মামলা করতে পারেনি ওই ছাত্রীর পরিবার। এ বিষয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী এই ঘৃণা জনক কাজের তিব্র নিন্দা প্রতিবাদ জানাই,,