নাছরীন ক্রাইম রিপোর্টার চন্দনাইশ প্রতিনিধি।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাতে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চন্দনাইশ পৌরসভার এলাকায় চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। মঙ্গলবার (১লা নভেম্বর) রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলে। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বলেন, উপজেলায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় চন্দনাইশ পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিদ্যুৎ অপচয়রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে।